





বিএনপি খেলাই শুরু করার আওয়ামী লীগের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সরকারের উদ্দেশে বিএনপি নেত্রী বলেন, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন। আপনারা ঘরে ঘরে তল্লাশি করেছেন, মামলা দিয়েছেন। বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা? পারেননি।
আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ মন্তব্য করেন রুমিন ফারহানা।
সরকারের মন্ত্রী-এমপিদের উদ্দেশে রুমিন বলেন, আজকে এই গোলাপবাগ স্টেডিয়ামে এসে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল।
তিনি বলেন, আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশে নাই। তারা আছে পুলিশ, প্রশাসন আর আমলা নিয়ে। সাধারণ মানুষ তাদের লাল কার্ড দেখিয়েছে বহু আগে।
তিনি আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষ জেগে উঠেছে।আমার এতগুলো ভাইকে আপনারা গত দুই মাসে হত্যা করলেন, ভয় দেখালেন। আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছেন আমাদের বন্ধ করতে, আমাদের ভয় দেখাতে? আপনাদের কোনো অন্যায়, অপশাসন আর কোনো ভয়ে তারা ভীত নয়।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেছেন, বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপি গণমানুষের দল। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো দল নেই। তারা আছে পুলিশ, প্রশাসন আর আমলা নিয়ে। সাধারণ মানুষ বহু আগেই তাদের লাল কার্ড দেখিয়েছে।
সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই মন্তব্য করে তিনি বলেন, এ কারনেই যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসেনি, সেই সরকারের অন্যায়ের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র আমরা ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেবো। যেই সংসদে দেশের মানুষের কথা বলা যায় না, সেই সংসদে থাকা আর প্রয়োজন মনে করি না।