15.3 C
New York
Friday, September 22, 2023

Buy now

spot_img

আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। আশা করছি, ভবিষ্যতে আমাদের দেশে আর্জেন্টিনার দূতাবাস হবে। তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত বছর সাক্ষাৎ হয়েছিল। সে সময় তাঁর সঙ্গে আলাপ হয়। আমি বলেছিলাম, আমাদের দেশে আর্জেন্টিনার বড় সমর্থক রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার(১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আমরা যে ধরনের চিন্তা করি, আর্জেন্টিনার চিন্তাভাবনাও সে ধরনের জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনা বেশ বড় দেশ। দূতাবাস স্থাপন করা হলে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আসবে। এ জন্য কিছু আনুষঙ্গিক কাজ আছে, যেগুলো করতে হবে। আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু আর্জেন্টিনায় নয়, ব্রাজিলসহ কিছু দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

এ অনুষ্ঠানের আগে আব্দুল মোমেন বিদ্যালয়ের বিশেষ শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মো. মজিবর রহমাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে মন্ত্রী সিলেট নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় পাঁচ বছর পার হলেও মিয়ানমারে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। এতে তাদের আন্তরিকতার অভাব রয়েছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয়, বহুপক্ষীয়, এমনকি আদালতের মাধ্যমেও চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয়, বিশ্বের মোড়লদেরও দায়িত্ব আছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,867FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles