সম্প্রতি আলোচনায় উঠে আসা বলিউড সিনেমা ‘কাশ্মির ফাইলস’কে অশ্লীল বলা ইসরাইলি পরিচালক নাভাদ লাপিদের পক্ষ নিয়েছেন গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের আরো তিন সদস্য। অস্কারজয়ী আমেরিকান প্রযোজক জিনকো গোতাহ, তথ্যচিত্র নির্মাতা ও ফরাসি সাংবাদিক জেভিয়ার অ্যাঙ্গুলো বারতুরেন এবং ফরাসি ফটো-এডিটর পাস্কাল শ্যাভান্স নামের এই তিনজন এ পক্ষের সদস্য।
তারা এক টুইট বার্তায় জানান, জুরিবোর্ডের সদস্যরা সবাই জানতেন। এবং বোর্ডের প্রধান হিসেবে লাপিদ যা বলেছেন, তার সাথে একমত তারা। তাদেরও ভাষ্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
এ ইস্যুতে বিপক্ষে রইলেন শুধু জুরি বোর্ডে থাকা ভারতীয় পরিচালক সুদীপ্ত সেন। তিনি বলেছিলেন, লাপিদ যা বলেছেন তা সম্পূর্ণ তার নিজস্ব মতামত। এর আগে সুদীপ্ত নিজেও ‘দ্য কেরালা স্টোরি’ নামে একটি বিতর্কিত ছবির পরিচালনা করেছেন।
ভারত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক টানাপোড়ন শুরু হয় ডানপন্থী বিবেক অগ্নিহোত্রির ‘কাশ্মির ফাইলস’ চলচ্চিত্রটি নিয়ে সমালোচনা করায়। লাপিদকে নিন্দা জানান ইসরাইলের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং দিল্লির সাবেক রাষ্ট্রদূত রন মালকা।
এ ঘটনা নিয়ে লাপিদ বলেন, কাশ্মীরের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের প্রতি আমার শ্রদ্ধার কোনো কমতি নেই। আমি যা বলেছি, তা এই বিষয়ের কথাই নয়। আমি হাজারবার বলতে পারি, আমি কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক বিষয়ে মন্তব্য করিনি। আমি ছবিটি নিয়ে মন্তব্য করেছিলাম। আমার মতে, এমন গুরুতর একটি বিষয় আরো গুরুগম্ভীর একটি ছবি দাবি করে।
তিনি বলেন, আমি যা বলেছি, তা মোটেই আমার ব্যক্তিগত মতামত ছিল না। আমাদের সকলেরই ছবিটি দেখে এমন মনে হয়েছে, সেখানে ধারাবাহিকভাবে ঘটনাগুলোকে অতিরঞ্জিত করা হয়েছে, অশ্লীল এবং হিংসাত্মক বিষয় টেনে আনা হয়েছে। কোনো স্বাভাবিক পরিস্থিতিতে হিংসার বীজ বপন করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে আমাদের সকলের মনে হয়েছে।
এ প্রেক্ষাপটে তিন জুরি লাপিদের পক্ষ নিয়ে এক বিবৃতিতে তারা জানান, ‘উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে জুরিবোর্ডের সভাপতি নাদাভ লাপিদ জুরি সদস্যদের পক্ষে একটি বিবৃতি দিয়েছেন। ‘আমরা সবাই ১৫তম প্রদর্শিত ছবি, ‘দ্য কাশ্মীর ফাইলস্’ দেখে বিরক্ত এবং হতবাক হয়ে গিয়েছিলাম। যা আমাদের কাছে একটি অশ্লীল প্রচার বলে মনে হয়েছিল। এমন একটি ছবি মর্যাদাপূর্ণ উৎসবের শৈল্পিক প্রতিযোগিতামূলক বিভাগের জন্য অনুপযুক্ত বলে আমি মনে করি।’ আমরা তার এই বক্তব্য সমর্থন করছি।
তারা জানান, আমরা ছবির বিষয়বস্তু ঘিরে রাজনৈতিক অবস্থান নেয়নি। আমরা শুধুমাত্র শৈল্পিক বিবৃতি দিয়েছি। বরং আমরা বলব, এবার উৎসবের মঞ্চকে রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। নাদাভের উপর ব্যক্তিগত আক্রমণ দেখে আমাদের খুব খারাপ লাগছে। এটি কখনই জুরির উদ্দেশ্য ছিল না।