18.2 C
New York
Wednesday, October 4, 2023

Buy now

spot_img

খালেদা জিয়ার আসন খালি রেখে বিএনপির গণসমাবেশ শুরু

দেশের অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো এবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে ফাঁকা চেয়ার রাখা হয়েছে।

দলীয় প্রধানের প্রতি সম্মান দিয়েই শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের ৪০ মিনিট আগেই দলটির সমাবেশ শুরু হলো।

গত বুধবার দলটির নয়াপল্টনের কার্যালয়ে পুলিশি অভিযানের পর মূল সমাবেশের পরিকল্পনায় বেশ কিছু বদল আনতে বাধ্য হয় দলটি। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকছেন দলের সিনিয়ার নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন আর সভাপতিত্ব করছেন আরেক সিনিয়ার নেতা আমানউল্লাহ আমান৷

কেন্দ্রীয় নেতারাও সমাবেশ মঞ্চে আসতে শুরু করেছেন। এখন পর্যন্ত সমাবেশের মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

গত তিন দিনে নানা ঘটনার পর শুক্রবার দুপুরে সমাবেশের অনুমতি পাওয়ার পর রাতের মধ্যে ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন।

এর আগে, গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশের জন্য নির্ধারিত গোলাপবাগ মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা৷ মধ্যরাত থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। এসব স্লোগানে দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশ কেন্দ্র করে গতকাল রাতেই গোলাপবাগ মাঠে পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো সেখানে নেতাকর্মীরা আসছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,878FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles