<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
বিএনপির শাসনামলে তারা দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
বিএনপির শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি পাকিস্তানিদের মতো দেশের মধ্যে নারীদের ওপর নির্যাতন, গণধর্ষণ হত্যা চালিয়েছিল। একদিকে পুলিশ ও অন্য দিকে বিএনপির নেতা-কর্মীরা অত্যাচর করেছে।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ এসব করেনি, কোনো প্রতিশোধও নেয়নি। আওয়ামী লীগ এসব করতে চায় না। বিএনপি মানে হত্যা, ধর্ষণ ও গুম। বিএনপি দুর্নীতি সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি। দীর্ঘ ২৯ বছর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তারা। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।’
আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিএনপির ক্ষমতা এলে জনগণের নয়, বিএনপির উন্নয়ন হয়। হাওয়া ভবন নির্মাণ করে খাওয়া শুরু করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মাত্র দুইটা পরীক্ষায় পাস করেছিলেন। এটা হলো উর্দু আরেকটি গণিত। কারণ খালেদা জিয়ার প্রিয় বিষয় উর্দু। আর টাকা গোনা, এই জন্য অংকে পাস।’
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং তারেক জিয়া যে কী পাস তা তিনিও জানেন না বলেও মন্তব্য করেছেন তিনি।