প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের (পুনর্ঘোষিত) উপনির্বাচনে ৩৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। তবে ভোট কেন্দ্রের ভিতর এবং বাহিরের পরিবেশ ছিলো সুষ্ঠু।
বুধবার সকাল সাড়ে ৮ থেকে শুরু হয়ে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৪৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। এরপর ভোট কাস্ট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ বিষয়ে তথ্য তুলে ধরেন।
সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা বাহিনীসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সিসি ক্যামেরার জন্য ভোট বহুলাংশে নিরপেক্ষ হয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকা না থাকা অনিশ্চিত।