কাতার বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ আসরে নিজের এ অর্জনের নেপথ্যে ৮ গোল করছেন ফ্রান্সের এই তারকা। এক শ্বাসরুদ্ধকর ম্যাচের পরিণতি ট্রাইবেকারেই হয়। তবে ফলাফল ছিলো এমবাপ্পেদের বিপরীতে।
ম্যাচের শুরু থেকেই দাপিয়ে বেড়িয়েছিলো আর্জেন্টিনা। ২-০ গোলে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও এমবাপ্পের জোড়া গোলেই ম্যাচে সমতা আনে ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়েও পিছিয়ে পরলে হাল ধরলেন গোল এমবাপ্পে। ফ্রান্সকে ম্যাচে ফেরান তিনি।
টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে রানার আপ হয়েই বিশ্বকাপ শেষ করতে হয় ফ্রান্সকে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও দলকে শিরোপা এন দিতে না প্রায় বেশ হতাশ হন এমবাপ্পে।
টানা দ্বিতীয়বার ফাইনালে ফ্রান্স, তবে শিরোপা জিততে না পেরে হতাশায় মাঠে দাঁড়িয়ে থাকেন মাথানত করে। এসময় তাকে সান্ত্বনা দিতে আসেন দলের সিনিয়র স্টাফ ও আর্জেন্টিনার ফুটবলাররা।
ফাইনালে শেষের পর দীর্ঘ সময় চুপচাপ থাকলেও এবারর মুখ খুললেন কিলিয়ান এমবাপ্পে।
সোমবার (১৯ ডিসেম্বর) নিজের গোল্ডেন বুট হাতে ছবি আপলোড দিয়ে ক্যাপশনে এক লাইনে লেখেন, ‘আমরা ফিরে আসব।’