18 C
New York
Wednesday, October 4, 2023

Buy now

spot_img

ঢাবিতে মঞ্চ ভেঙে পড়ে গিয়ে কাদের বললেন ‘এত নেতার দরকার নেই’

<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ওই অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বক্তব্য শুরুর ১৪ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে।

এতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওবায়দুল কাদের অক্ষত রয়েছেন বলেও জানা গেছে।

এদিকে, ঘটনার কিছুক্ষণ পর দাঁড়িয়ে আবারও নিজের বক্তব্য চালিয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘আমার এত নেতার দরকার নেই, আমার কর্মী দরকার।’

এর আগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দেওয়ার আগে এক মঞ্চে সমবেত হন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। এ সময় এক মঞ্চে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় সঙ্গীত গেয়েছেন তারা।

ওই সময় ছাত্রলীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের মঞ্চে অন্যদের মধ্যে প্রধান অতিথি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের ছাড়াও এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, মাহফুজ হায়দার চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, সিদ্দিকী নাজমুল আলম, মো. সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানীকে দেখা যায়।

এছাড়া মঞ্চে আরও দেখা যায় বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়াও সদ্য সাবেক কমিটির আল-নহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকেও। আবার একই মঞ্চে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদেরও।

এ দিন সঙ্গীত পরিবেশন শেষে এক মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। পরে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,878FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles