<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
তারেক রহমান কাতার বিশ্বকাপ ফুটবলে জুয়াড়ি হিসেবে নাম লিখিয়েছেন। এটা যে লজ্জার সেটা বোঝার মত ক্ষমতা তার নেই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কথা বলেছেন।
তিনি বলেন, লন্ডনে বসেই তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্র করছে। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় অথচ দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে। তার এই ষড়যন্ত্র সফল হবে না।
দীর্ঘ সাত বছর পর রোববার (৪ ডিসেম্বর) দুপুরে আয়োজিত রাজশাহী জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
খায়রুজ্জামান লিটন বলেন, সাতদিন চেষ্টা করেও রাজশাহীতে তেমন লোক সমাগম ঘটাতে পারেনি বিএনপি। অথচ দলটি ঘোষণা করেছিল এই সমাবেশ নাকি তাদের সেমিফাইনাল। তারা বলছে ১০ ডিসেম্বরের পর থেকে তাদের নির্দেশে দেশ চলবে। তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছে। তাদের স্বপ্ন কখনোই সফল হবে না।
জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার প্রমুখ।