বাংলাদেশের রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনা নিয়ে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে তদন্তে উৎসাহিত করছে দেশটি।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতিতে জানান হয়েছে, মার্কিন দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই।
বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই খবরগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি।