





রাজধানীর নয়াপল্টনে গতকাল বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরিহিত এক ব্যক্তির ছবি ভাইরাল হয়। শটগান হাতে গুলি ছুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ব্যক্তির পরিচয় জানা গেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন।
ডিএমপি গোয়েন্দা প্রধান বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোড়া ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য (অঙ্গীভূত)।
গতকাল বুধবার (৭ ডিসেম্বর) পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে মকবুল নামের এক ব্যক্তি নিহত হন। সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপরই আলোচনা চলতে থাকে ওই ব্যক্তি ছাত্রলীগের কর্মী৷ সমালোচনা শুরু হয় নানা মহলে।