রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবার পশ্চিমা বিশ্বের সাথে ন্যাটোর বেপরোয়া ব্যাপ্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। পুরো বিশ্বকে উদার গণতন্ত্রের নিয়মে থাকার প্রত্যাশা ও ন্যাটোর প্রভাবের সমালোচনা করেছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৃহস্পতিবার(১ নভেম্বর) পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) মন্ত্রী পরিষদের বার্ষিক বৈঠকের আগে ল্যাভরভ এমনটা জানান।
রাশিয়ায় সংবাদ সম্মেলনের শুরুতে ল্যাভরভ বলেন, ইউরোপ ও অন্যান্য জায়গায় রাশিয়ার প্রভাব খর্ব করছে পশ্চিম। সেইসঙ্গে তিনি পশ্চিমাদের সামরিক জোট ন্যটোর বেপরোয়া ব্যাপ্তির অভিযোগ করেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ন্যাটোতে ১৯৯১ সালে ১৬ সদস্য ছিল, এখন সদস্য সংখ্যা ৩০। সেইসঙ্গে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের শেষপর্যায়ে। তারা রাশিয়াকে ইউরোপের বাইরে রাখতে চায় অন্যদিকে পুরো ইউরোপ তাদের নিয়ন্ত্রণে। পশ্চিম ইউরোপ বা বিশ্বে রাশিয়ার অবস্থান পুনরুদ্ধার করতে না পারার প্রহর গুনছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরাসরি এই যুদ্ধ চললেও কার্যত রাশিয়ার সঙ্গে পশ্চিমের যুদ্ধ চলছে। পুরো পশ্চিম মিলে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে আসছে। একইসাথে রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ নিষেধাজ্ঞা।