15.7 C
New York
Friday, September 22, 2023

Buy now

spot_img

ফুটবল বিশ্বকাপ ফাইনাল: রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার একেবারে শেষপ্রান্ত। বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়েই ইতি ঘটবে কাতার বিশ্বকাপের।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা জয়ী কারা হবে তা নিয়ে ফুটবল প্রেমিদের প্রত্যাশার যেন শেষ নেই৷ প্রিয় দলের হাতেই শিরোপা দেখতে রাত ৯ টায় টিভি সেটের সামনে থাকবে দর্শকরা।

এই খেলাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায়
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ ও এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)
রাজধানীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে বলে জানিয়েছেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার আট বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।

নিরাপত্তা প্রসঙ্গে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, র‍্যাবের রুটিন প্যাট্রল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‍্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।

ঢাকার বেশ কিছু এলাকায় ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখা যাবে। এর মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমণ্ডির রবীন্দ্রসরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতী সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।

ফ্রান্স ও আর্জেন্টিনা ম্যাচের সম্ভাব্য একাদশ

ফ্রান্সের সম্ভাব্য একাদশ : হুগো লরিস (গোলরক্ষক), ইব্রাহিমা কোনাতে, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলস কুন্ডে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, উসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়া গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, অ্যানহেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,867FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles