





গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিএনপি ও দলটির নেতাদের দায়ী করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গতকাল নয়াপল্টনে যে ঘটনা ঘটেছে, তার জন্য বিএনপি ও দলটির নেতারা দায়ী। তাঁরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, গতকালের (সংঘর্ষের ঘটনায়) একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, ককটেলের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিএনপির কার্যালয় থেকে অবিস্ফোরিত ককটেল ও চালের বস্তা উদ্ধারের বিষয়টিও তুলে ধরেন তথ্যমন্ত্রী।
এর আগে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে রাতে বিএনপি কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এ অভিযানে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ ৩০০ জনকে পুলিশ আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।