15.7 C
New York
Friday, September 22, 2023

Buy now

spot_img

মেসির উদ্দেশ্যে স্ত্রী আন্তোনেল্লার আবেগঘন বার্তা

২০০৭, ২০১৪, ২০১৫ এরপর ২০১৬… টানা চার ফাইনালে হার। মেসির বিষাদমাখা চোখ দেখেছে সারাবিশ্ব। তবে সবচেয়ে বেশি দেখেছিলেন তার ঘরের মানুষটি। নাম তার আন্তোনেল্লা রোকুজ্জে। বাকি অনেক সুপারস্টারের স্ত্রীর মত বাইরের চাকচিক্য তাকে স্পর্শ করেনি। ছোটবেলা থেকে আজ অব্দি ছিলেন মেসিরই পাশে। সেই মেসি যখন বিশ্বচ্যাম্পিয়ন, তখন তার উদ্দেশ্যে আবেগী বার্তাই দিলেন আন্তোনেল্লা…

আর্জেন্টিনার ফাইনাল জয়ের পর ইনস্টাগ্রামে পোস্টে আন্তোনেলা লিখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন। কিভাবে লিখতে শুরু করব বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত। কখনও হাল ছাড়তে নেই, ধন্যবাদ এটা শেখানোর জন্য। শেষ পর্যন্ত লড়াই করতে হয়। অবশেষে হলো। তুমি বিশ্ব চ্যাম্পিয়ন। এত বছর ধরে তুমি কী কষ্ট পেয়েছ, সেটা আমি জানি। এটা পাওয়ার জন্য তুমি কী ভীষণ অপেক্ষা করছিলে জানি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

ছোটবেলা থেকে আর্জেন্টিনার রোসারিওতে বন্ধু হয়ে ছিলেন মেসি এবং আন্তোনেল্লা। মেসি বার্সেলোনায় এলেও বন্ধ হয়নি যোগাযোগ। এরপ ২০১৭ সালে প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জেকে বিয়ে করেন লিওনেল মেসি। বর্তমানে তাদের রয়েছে তিন সন্তান। থিয়াগো, মাতেও এবং সিরো তিন সন্তানকে সঙ্গে নিয়েই বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন আন্তোনেল্লা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,867FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles