





রাজধানীতে ধর্মঘট না ডাকলেও প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গণপরিবহন না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর রামপুরা, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা কাওরান বাজার, ফার্মগেট, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেছে।
একই অবস্থা মহাসড়কেও। মাঝে মধ্যে দুই-একটি ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস দক্ষিণাঞ্চলমুখী যেতে দেখা গেছে। তবে ঢাকামুখী কোনও পরিবহন মহাসড়কে নেই। সাইনবোর্ড এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্য্যনগর, বন্দোরখোলা, পাঁচ্চর, কুতুবপুর, কাঁঠালবাড়ি ও পদ্মাসেতুর টোলপ্লাজাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত যাত্রী থাকলেও ভয়ে গাড়ি ছাড়তে নারাজ মালিকপক্ষ। অন্যদিকে ধর্মঘট না ডাকলেও সড়কে গাড়ি না থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষেরা৷