18.2 C
New York
Wednesday, October 4, 2023

Buy now

spot_img

সমাবেশ নিয়ে নতুন যে প্রস্তাব দিলো বিএনপি; এবারেও পুলিশের ‘না’

বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে ১০ ডিসেম্বরের ঢাকার সবশেষ সমাবেশটি দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনেই করতে চায় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে পুলিশ তাদের সেখানে সমাবেশের অনুমতি দেয়নি। দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হলেও বিএনপি তাতে রাজি নয়। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে নতুন স্থানের প্রস্তাবনা করা হয়েছে। তবে এবারেও আপত্তি জানিয়েছে পুলিশ।

অবশ্য বিএনপির পক্ষ থেকে গত রবিবার জানানো হয়, ‘গ্রহণযোগ্য বিকল্প’ পেলে তারা তা বিবেচনা করতে পারে।

বিকল্প ভেন্যু হিসেবে বিএনপির পক্ষ থেকে আরামবাগে আইডিয়াল স্কুলের সামনের সড়কটি সমাবেশের জন্য চাওয়া হয়েছে। মৌখিকভাবে মতিঝিল বিভাগের ডিসির কাছে গিয়ে প্রস্তাবও দিয়েছে দলটি।

আজ (মঙ্গলবার) বিএনপির প্রচার সম্পাদক ও বিভাগীয় সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সোহরাওয়ার্দীতে সমাবেশ করব না। বিকল্প হিসেবে আমরা আইডিয়াল স্কুলের সামনের সড়কটি চেয়েছি। আমরা স্থান দেখেও এসেছি। ডিএমপিও স্থানটি দেখেছে। কিন্তু পুলিশ তাতে সাড়া দেয়নি। কোনোভাবেই তারা রাস্তায় বা আবাসিক এলাকায় সমাবেশের অনুমতি দেবেন না। পুলিশ বলছে, বিএনপি চাইলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে। এতে পুলিশের কোনো আপত্তি নেই।

এদিকে আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেও সমাবেশ করতে পারে। সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

উপকমিশনার ফারুক হোসেন বলেন, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি।তবে কোনো রাস্তার ওপরে ডিএমপি অনুমতি দেবে না।

তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও সাজিয়েছি আমরা। পুলিশ কখনো কাউকে রাস্তায় সমাবেশ-অবস্থান করতে দেবে না। কেউ সেই চেষ্টাও যেন না করে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশ সব ব্যবস্থা নেবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,878FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles