<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
<figure><img class=”tie-appear” src=”https://i.imgur.com/op8E2Cp.jpg“></figure>
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একই সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
মির্জা ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় তার স্ত্রী রাহাত আরা বেগমের। তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ঘটনার আদ্যপ্রান্ত।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, তাদের জিজ্ঞেস করেছিলাম কেন এসেছে। জবাবে তারা বলেছে- সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে মির্জা ফখরুলকে নিয়ে যেতে এসেছে। তবে সরকারের উচ্চ পর্যায়ের কার নির্দেশ ছিল তা বলেনি।
ফখরুল পত্নী বলেন, অনেক রাত করেই বাসা ফিরেছেন মির্জা ফখরুল। তার শরীর অনেক খারাপ ছিল। বাইরে থেকে এসেই ঘুমিয়ে পড়েছেন। কাপড়-চোপড়ও পরিবর্তন করেননি৷
রাহাত আরা বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা রাত ৩টায় এসে ফখরুলকে নিয়ে সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছেন। ৪/৫টা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই তারা এখানে টহল দিচ্ছিল। আগে থেকেই হয়তো তাদের গ্রেফতার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে আমাদের আশপাশের সড়কগুলোর সব বাতি নিভিয়ে দিয়েছিল। তারপর দরজা খুলতে বলে।
মির্জা ফখরুলের স্ত্রী বলেন, চারজন উপরে আসছিলেন। তাদের বসানো হয়েছিল। তারা বলেছেন, তাকে (মির্জা ফখরুল) নিয়ে যাবেন। পরে শুনেছি নিচে দরজা না খোলায় সিকিউরিটি গার্ডকে চড় থাপ্পড় মারা হয়েছে।
তিনি বলেন, ডিবি সদস্যরা যখন নিচে দাঁড়িয়েছিলেন তখন তারা সিকিউরিটি গার্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুলে নিয়ে যাওয়ার পর তার (মির্জা ফখরুল) সঙ্গে আর যোগাযোগ হয়নি৷ তবে তারা ফখরুলের ওষুধ নিতে এসেছিল।