মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন। সিরিয়া কর্তৃক ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক ও লুহানেস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতির পরপরই এমন সিদ্ধান্ত নেয় ইউরোপের দেশটি।
বুধবার স্থানীয় সময় রাতে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়বে।
যদিও একই ভিডিওবার্তায় সিরিয়ার এ সিদ্ধান্তকে ‘মূল্যহীন গল্প’ বলেও উল্লেখ করেন জেলেনস্কি।
উল্লেখ্য, রাশিয়ার পর জাতিসংঘের সদস্যভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানেস্ককে স্বাধীন দেশের মর্যাদা দেয় সিরিয়া।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। ক্ষমতাসীন বাসারের পদ টিকিয়ে রাখতে এবং সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে ২০১৫ সালে হস্তক্ষেপ করে রুশ বাহিনী। এরপর সিরিয়ার নিয়ন্ত্রণ চলে আসে বাসার আল আসাদের হাতে
এদিকে সিরিয়ার এমন সমর্থনের দিনে আরো নাজুক অবস্থায় ইউক্রেন। গত ২৪ জুন ইউক্রেনের উপর বিশেষ সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর দুইদিন আগে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক এবং লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেন পুতিন।