





রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে ঢিল করে পরে হাত দিয়ে খোলার ভিডিও বানান মেহেদী হাসান। উদ্দেশ্যমূলকভাবে নাট খোলার জন্যই তিনি সঙ্গে করে রেঞ্জ নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত ২৬ জুন নাট খোলার ভিডিও ভাইরালের পর বুধবার (২৯ জুন) দিনগত রাতে লক্ষীপুর থেকে মেহেদীকে গ্রেফতার করে সিটিটিসি।






বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান জানান, গ্রেফতার মেহেদী তামিরুল মিল্লাত মাদরাসার ছাত্র। সেখানে ছাত্র অবস্থায় তিনি শিবিরের কর্মী ছিলেন। সেই মাদরাসা থেকে আলিম-দাখিল পাসের পর কবি নজরুল কলেজে ভর্তি হন মেহেদী।






রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে পড়াশোনা না করলেও তিনি গ্রামের বাড়ি থাকতেন না, ঢাকাসহ বিভিন্নস্থানে থাকতেন।