





কক্সবাজারে মাইক্রোবাস উল্টে আহত হয়েছেন আলোচিত ইসলামী বক্তা মৌলভী মাহবুবুল হক ওরফে নুরে বাংলা। এসময় গাড়িতে থাকা বাকি চারজন সঙ্গীও আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর নাপিতখালি চাকার দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী জানান, মাইক্রোবাসটি চালিয়ে মাহবুবুল হক প্রকাশ নুরে বাংলা চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। নাপিতখালী চালার দোকান নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাড়িটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন নুরে বাংলাসহ গাড়িতে থাকা চারজন। তাদের মধ্যে জাফর নামে একজনকে শনাক্ত করা হলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, উল্টে যাওয়া গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে