পটকা ব্যবসায়ীর বাড়িতে মজুত থাকা বাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও অন্তত ৮ জন।
রবিবার ভারতের বিহারের সারন জেলার ছাপরায় এ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ উড়ে গেছে। বাকি অংশে ছড়িয়ে পড়েছে আগুন।
সারনের পুলিশ সুপার সন্তোষ কুমার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ছাপরায় একটি বাড়িতে বাজি মজুত করা ছিল। তাতে আচমকাই আগুন লেগে বিস্ফোরণ হয়। তাতে বাড়িটি ধসে পড়েছে। বিস্ফোরণে বাড়ির ৬ বাসিন্দার মৃত্যু হয়েছে। এতে আহত হন ৮ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বাড়ির ভিতরেই একটি কারখানা তৈরি করে বাজি প্রস্তুত হত। আগুন লাগার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে বাজি ফাটার আওয়াজ পাওয়া যায়।