





পিরোজপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জনপ্রিয় ইসলামী স্কলার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী শহীদুল ইসলাম সেলিম খান (৬৭) মারা গেছেন।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।






শহীদুল ইসলাম সেলিম খান পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খানের ছেলে।
শহীদুল ইসলাম সেলিম খানের ভাগনে ইয়েন মামার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মামা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি গত এক সপ্তাহ ধরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি।