





ইউক্রেনে যুদ্ধসহ নানা কারণে বিশ্বের অন্যান্য দেশের বাংলাদেশে দেখা দিয়েছে জ্বালানি সংকট। তবে সেই সংকট এখন অনেকটা তীব্র।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজদের দেওয়া তথ্য অনেকটা স্পষ্ট করে দিয়েছে সংকটের তীব্রতা। তিনি জানিয়েছেন, ৩২ দিনের ডিজেল, ৯ দিনের অকটেন, ১৫ দিনের পেট্রোল, ৪৪ দিনের জেটফুয়েল ও ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ আছে।






তবে তিনি পরক্ষণে যোগ করেন, আগামী ছয় মাস যে তেল আমদানি হবে, তা নিশ্চিত করা আছে। এছাড়াও পেট্রোল পাম্পকে তেল কম দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।